বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিএনপি হোক বা আওয়ামী লীগ, মিথ্যা মামলা চাই না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৬:৫৮ পিএম

বিএনপি হোক বা আওয়ামী লীগ, মিথ্যা মামলা চাই না: মির্জা ফখরুল

জনগণের অধিকার রক্ষায় বিএনপি সব সময় তৎপর এবং সক্রিয় থাকবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন বিএনপি-আওয়ামী লীগ যাই হোক, কোনো মিথ্যা মামলা দেখতে চান না।বুধবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁ ইউনিয়নের কিশমত কেশুরবাড়ি লক্ষীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা  ফখরুল বলেন, ভোট দিন আর না দিন, জনগণের পাশে আছে বিএনপি। জনগণের অধিকার রক্ষার দায়িত্ব বিএনপির, জনগণের ওপর অন্যায় অবিচার যেন না হয় তারও দায়িত্ব বিএনপির।এ সময় মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করারও সমালোচনা করেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির প্রতিটি কর্মী। হিন্দু হোক, মুসলিম হোক, বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক, আর কোনো মিথ্যা মামলা চাই না। সুবিচার চাই, ন্যায়বিচার চাই।
তিনি এ সময় অভিযোগ করেন, দেশে হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাধিয়ে পতিতরা ফায়দা হাসিলের চেষ্টা করছে, সেই ফায়দা নিতে দেয়া হবে না। বিভাজন বাদ দিয়ে শান্তির দেশ গঠনের আহ্বান জানান তিনি।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যায় যে করবে তার বিষয়ে আপস নেই। অপরাধী যে দলেরই হোক অন্যায় করলে ছাড় নয়। অন্যায় করলে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান বিএনপির মহাসচিব।দ্রæততম সময়ে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন চায় সবাই, কারণ একটা ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠন করা যায়। যারা আমাদের সবার সরকার হবে। ভোট হবে যেখানে আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। যে ভোট ১৫ বছর আওয়ামী লীগ জনগণকে দিতে দেয়নি।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!