বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নির্বাচন নিয়ে কী ভাবছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৬:০৫ পিএম

নির্বাচন নিয়ে কী ভাবছে এনসিপি

নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার(৭ মার্চ)বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন,সম্প্রতি নারীর প্রতি সহিংসতা,ধর্ষণ ও ইভটিজিংয়ের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।অন্তর্র্বতীকালীন সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করছি।
তিনি বলেন, সাইবার জগতে নারীদেরকে টার্গেট করা হচ্ছে, যাতে তারা রাজনৈতিক অঙ্গনে না আসতে পারেন, সমাজের সম্মুখসারিতে না আসতে পারেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনে অংশ নিতে এনসিপি প্রস্তুত। মাত্র আত্মপ্রকাশ করেছে আমাদের দল। তাই নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে কাজ করছি। জোট কিংবা প্রার্থী দেয়ার কথা এখন ভাবছি না।নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগে বিচার কার্যক্রম ও জুলাইয়ের সনদপত্র দেখতে চাই।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!