বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

আ,লীগের তিনবারের মন্ত্রী-এমপির সম্পদ বাজেয়াপ্তের দাবি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ১২:১৫ পিএম

আ,লীগের তিনবারের মন্ত্রী-এমপির সম্পদ বাজেয়াপ্তের দাবি

দেশে ফ্যাসিবাদবিরোধী সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করা হবে। এতে প্রতিটি ছাত্র সংগঠনের দু’জন প্রতিনিধি থাকবেন। এই কাউন্সিলের আলোচনার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মপরিধি নির্ধারিত হবে। তবে এটির ফরম্যাট কী হবে,আগামী এক সপ্তাহ পর আরেকটি সভায় তা চূড়ান্ত করা হবে। সোমবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ১৯টি ছাত্র সংগঠন অংশ নেয়। 
এতে সিদ্ধান্ত হয়েছে গত তিন নির্বাচনে আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করতে অন্তর্র্বতীকালীন সরকারকে চাপ দেওয়া হবে। সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা নিয়ে তাদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র সংগঠনগুলো বসবে। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী সব ছাত্র সংগঠন আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালন করবে। এ সময় ছাত্র সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে কথা বলবে শিক্ষার্থীদের সঙ্গে। তাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে কাজ করবে।
সভা শেষে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, গত তিন নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি এবং মন্ত্রীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তা না হলে বিদেশ থেকে তাদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে। এ ব্যাপারে অন্তর্র্বতীকালীন সরকারকে দ্রæত সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। আজ নিচ্ছি, কালকে নিচ্ছি– এ ধরনের বিষয় যেন না হয়। তিনি বলেন, আমরা আরও নীতিগত সিদ্ধান্তে এসেছি– এ সরকার আওয়ামী লীগ আমলের প্রশাসনিক কাঠামোয় ক্ষমতায় এসেছে। এখনও সেই প্রশাসনিক কাঠামো বিদ্যমান। অন্তর্র্বতীকালীন সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন থেকে আওয়ামী লীগের সুপারিশে নিযুক্তদের বাদ দিয়ে প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে। পাশাপাশি সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে।  
হাসনাত আরও বলেন,আমাদের মধ্যে নানা বিষয়ে মতভেদ থাকবে। তবে বেসিক কিছু নীতির বিষয়ে সব ছাত্র সংগঠন একমত। সব ছাত্র সংগঠন একত্র হয়েছে বলেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদী হাসিনাকে উৎখাত করতে পেরেছি। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে সব ছাত্র সংগঠন জিরো টলারেন্স। তারা কোনোভাবেই পুনর্বাসিত হবে না।’ 
তিনি বলেন, শিক্ষার্থীদের বলব, আপনাদের নিয়ে ষড়যন্ত্র হবে। পরিবেশ, সম্পদ, ঐক্য নষ্ট হয়, ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হতে পারে– এমন কাজ স্কুল-কলেজের শিক্ষার্থীরা হতে দিতে পারে না। আগে আকার-ইঙ্গিতে কোনো কর্মসূচি দিলেও প্রশাসন সেটি ধরে ফেলত। অথচ দুই দিন আগে ঘোষণা দেওয়া হলেও মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঘটনায় পুলিশ প্রশাসন কিছু করতে পারেনি। এটি অন্তর্র্বতীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইংয়ের টোটাল ব্যর্থতা। এ জন্য প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর কথা বলছি।
হাসনাত আরও বলেন, আমরা এই আলোচনা অব্যাহত রাখব। আমাদের পরবর্তী বৈঠকে ছাত্র রাজনীতির কাঠামো নিয়ে আলোচনা হবে। তরুণ প্রজন্ম রাষ্ট্র কাঠামোয় কীভাবে ভূমিকা রাখবে, এটি নিয়ে কথা হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হবে। আগামী মঙ্গলবার ছাত্র সংগঠনগুলোর আরেকটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 
সভাসূত্রে আরও জানা গেছে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন এসেছে। উপদেষ্টা নিয়োগ নিয়ে প্রশ্ন এসেছে। তবে এগুলোর সন্তোষজনক জবাব আসেনি। এ বিষয়ে সভায় হাসনাত আবদুল্লাহ উত্তর দিয়েছেন,শুধু প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে তারা মনোনীত করতে পেরেছেন। বাকিদের নিয়োগের বিষয় প্রধান উপদেষ্টা হিসেবে থিওরিটিক্যালি ড. ইউনূসের ওপরেই বর্তায়। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের সহযোগী কোনো প্ল্যাটফর্ম নয়। তাদের অনেক দাবি সরকার মেনে নেয়নি। ছাত্র উপদেষ্টারা সরকারে গিয়ে তাদের মতো করে সরকার চালাচ্ছেন। ফলে বৈষম্যবিরোধী আন্দোলন একটি প্রেশার গ্রæপ হিসেবে নিজেদের মতো করে চলছে– এমন উত্তর এসেছে। 
বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বানে দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ১৯টি ছাত্র সংগঠনের এই জরুরি বৈঠক হয়। এতে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি এস এম ফরহাদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (নুর) সভাপতি মোল্লা ইয়ামিন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের (রেজা কিবরিয়া) আহ্বায়ক মোল্লা রহমাতুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউসার আহমাদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দিন মুহাম্মদ খালিদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ রায়হান আলী, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড, ইনকিলাব মঞ্চের  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা, কওমি ছাত্র ফোরামের নুর হোসাইন, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ, জাতীয় ছাত্র সমাজের (জাফর) মো. মেহেদি হাছান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সেক্রেটারি আশিকুর রহমান জাকারিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুনতাসির মাহমুদ, জাতীয় ছাত্র সমাজের (পার্থ) সাইফুল ইসলাম। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) ও জাসদ ছাত্রলীগ (বিসিএল) নেতারা এতে অংশ নেন।
 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!