বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

দেশের সার্বিক পরিস্থিতিতে ক্ষুব্ধ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৩:০৩ পিএম

দেশের সার্বিক পরিস্থিতিতে ক্ষুব্ধ মির্জা ফখরুল

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চরম অস্থিরতা ও নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ-সংঘাত। পরিস্থিতি অস্থির করতে ষড়যন্ত্র চলছে।
বুধবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ফখরুল বলেন, তিন মাস না যেতেই দেশের মানুষের আসল চেহারা বেরিয়ে আসছে। বিভাজন তৈরি করে দেশেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে দেশের শত্রুরা।  
বিএনপি মহাসচিব বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন। আবারো বিভ্রান্ত তৈরি হয়-এমন বক্তব্য না দিতে অন্তর্র্বতী সরকারের সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
একইদিন প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
দেশে চলমান অস্থিরতা ও সব ষড়যন্ত্র মোকাবিলায় সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!