শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫, ০১:৪০ পিএম

জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে স্বাক্ষরকারীরা জনগণ থেকে ছিটকে গেছে:‘জুলাই সনদে স্বাক্ষর কেবল আনুষ্ঠানিকতা। এটা আমরা এর আগেও বলেছি। আজকেও পুর্নব্যক্ত করেছি। যদি এটার কোনো আইনিভিত্তি না হয়, তাহলে এর কোনো অর্থ তৈরি হবে না। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নিইনি এবং যদি এর আইনিভিত্তি তৈরি না হয়,এটা কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না। এটি একটি গণপ্রতারণা ও জাতির সঙ্গে প্রহসন হবে।’
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন,‘বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও তিন দল নিয়ে গঠিত জোটের যে রূপরেখা,সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যে দলগুলো আমাদের সঙ্গে ছিল, এটা তাদের প্রতি বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয় বরং সংবিধানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই, তার অবশ্যই একটি আইনিভিত্তি প্রয়োজন।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট স্বাক্ষর করে। পাশাপাশি সনদে সই করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
অন্যদিকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনুষ্ঠানে যায়নি,। সই করেনি সনদেও।এছাড়া চারটি বাম দল সিপিবি),বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ জুলাই সনদে সই করেনি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!