শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

’৭২- এর সংবিধান বাতিলের দরকার নেই: নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:৫৪ পিএম

’৭২- এর সংবিধান বাতিলের দরকার নেই: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জানিয়েছেন, ’৭২- এর সংবিধান বাতিলের কোনো দরকার নেই। তবে সংশোধন করা যেতে পারে। বিভিন্ন সময় সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের দরকার নেই। বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। 
মঙ্গলবার(৩১ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এমন কথা তিনি জানান। এ সময় গণঅধিকার পরিষদের দুটি অংশ সব ভেদাভেদ ভুলে আবারো একীভূত হয়েছে বলে ঘোষণা দেন গণঅধিকার পরিষদের সভাপতি। একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে নুর বলেন, জাতি একবারই স্বাধীন হয়। ৭১ এর সাথে ২৪ এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে।
ডাকসুর সাবেক ভিপি বলেন,বৃহত্তর স্বার্থে সব ব্যবধান ভুলে গণঅধিকার পরিষদকে এক করা হয়েছে। দু-একজন এর বাইরে থাকতে পারে। তিনি আশা করেন, সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন।
নুরুল হক নুর আরো বলেন,গণহত্যার বিচারে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তাদের বিচার নিশ্চিত না হলে আগামীতে আরো গণহত্যা ঘটবে, ফ্যাসিস্ট সরকারের আর্বিভাব হবে। শুধু নির্বাচন হলে সমস্যার সমাধান হবে না,তার আগে হাসিনার বিচার ও সংস্কার হতে হবে।এ সময় সরকারের সমালোচনাও করে নুর বলেন,মানুষের প্রত্যাশা পাঁচ মাসে হোঁচট খেয়েছে।এ সময় নুরুল হক নূরের গণঅধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্তের কথা জানান আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!