শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

সংস্কার সংস্কার,হাসিনা যেমন উন্নয়ন উন্নয়ন বলত: আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৬:১৫ পিএম

সংস্কার সংস্কার,হাসিনা যেমন উন্নয়ন উন্নয়ন বলত: আমীর খসরু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন প্রতিদিন উন্নয়নের কথা বলতেন, বর্তমানে তেমন করে প্রতিদিন সংস্কারের কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার১জানুয়ারী দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরুমাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের মানুষের মনোজগতে পরিবর্তন এসেছে। আমরা সবাই পরিবর্তন চাই। আমাদের পক্ষ থেকে যে ৩১ দফা, সেখানে সবকিছু আছে, কিছু বাকি নেই। উনারা কী সংস্কার করবেন আমি জানি না। আমরা আমাদের ৩১ দফা পরিপূর্ণভাবে আগামী দিনে বাস্তবায়ন করব।’
৩১ দফা ঘোষণার পটভূমি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি একা না,প্রায় ৫০টার ওপরে দল মিলে ছয় মাস ধরে আলোচনা করেছি, বির্তক করেছি,তারপর এটা করেছি। এটা এমননিই আসেনি। এটা শেখ হাসিনা পলায়েনের বহু আগে আমরা করেছি। এখন যারা সংস্কারের কথা বলে তাদের কাউকে তখন আমরা দেখিনি। এখন প্রতিদিন সংস্কার সংস্কার, শেখ হাসিনা যেমন উন্নয়ন উন্নয়ন বলত। এরা সংস্কার সংস্কার বলতেছে। সংস্কার তো বহু আগে দিয়েছি আমরা। তোমরা কী সংস্কার করবা?’

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!