দ্রæততম সময়ে সংস্কার কাজ শেষ করে নির্বাচন আয়োজনে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার(৩ নভেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার স্মরণ সভায় তিনি এমন আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন,সুনাম রক্ষা করা অন্তর্র্বতী সরকারের বড় কাজ। সবার কাছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিন। জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় যাবে বিএনপি।
তিনি আরও বলেন, পরিষ্কার করে বলতে চাই, আবারও ষড়যন্ত্র করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। মাইনাস টু ফর্মুলা আগেও কাজ করেনি, ভবিষ্যতেও করবে না।
এ সময় নির্বাচন দিতে অন্তর্র্বতী সরকারের আগ্রহের বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। ফখরুল বলেন, ‘একজন উপদেষ্টা বলেছেন-রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে উসখুস করছেন,এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। বিএনপি এমন বক্তব্যে হতাশ।
আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের সবচেয়ে বড় শিকার বিএনপি, এমন উল্লেখ করে মহাসচিব আরও বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, ২০ হাজারকে হত্যা করা হয়েছে। তাই বিএনপির ত্যাগ ছোট করে দেখার সুযোগ নেই। এ অবস্থায় নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগের তত ফিরে আসার সম্ভাবনা প্রবল বলে মন্তব্য করেন তিনি।
এদিকে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন,দেশের রাজনীতি ঘোলাটে হয়ে উঠেছে। আওয়ামী লীগকে পুর্নবাসন করেই অন্তর্র্বতী সরকার নির্বাচন দিতে চায় বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।
আপনার মতামত লিখুন :