মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

অযাচিত তর্ক-বিতক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই-তারেক রহমান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১২:০৫ এএম

অযাচিত তর্ক-বিতক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই-তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘রাজনীতির একটি অংশ-বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদের খেয়াল করতে হবে তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে আরও একটি বিষয়ে, আমরা অযাচিত তর্ক-বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যাই।’
সোমবার খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচার দেশ ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। এখন যে কোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশকে সর্বনাশের খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হবো।’
তারেক রহমান বলেন, ‘গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। বিএনপির নেতাকর্মীকে দেশকে গড়ে তুলতে, রাষ্ট্রব্যবস্থাকে পুনর্গঠন করতে কাজ করতে হবে। দেশের অধিকাংশ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। অধিকাংশ মানুষই বিশ্বাস করে দেশে যদি একটা সঠিক নির্বাচন হয় তাহলে বিএনপির সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু সে আশা নিয়ে বসে থাকলে চলবে না,সেজন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। নেতাকর্মীদের কথা-বার্তা, কাজ কর্মে তার প্রতিফলন থাকতে হবে। দেশ ও মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে গড়ে তুলতে হবে।’
দেশের মধ্যে স্থিতিশীলতা আনতে হবে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা,কৃষিব্যবস্থার দিকে নজর দিতে হবে। নজর দিতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে, সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে।”
রাষ্ট্রের সংস্কারের বিষয়ে তারেক রহমান বলেন,আজ আমরা সংস্কারের কথা বলেছি। কিন্তু সংস্কার নিয়ে যদি প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো তা দূরে সরে যাব। সঠিক ব্যক্তিদের নির্বাচিত করতে হবে, যারা দেশের মানুষের জন্য কাজগুলো করবে।”
সম্মেলনে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সম্মেলনের উদ্বোধক ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। এ সময় নেতাকর্মীরাও হাত উঠিয়ে ধানের শীষে ভোটের প্রতিশ্রæতি দেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!