শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নাহিদকে আহ্বায়ক করে ‘জাতীয় নাগরিক পার্টি’আতত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:১৭ পিএম

নাহিদকে আহ্বায়ক করে ‘জাতীয় নাগরিক পার্টি’আতত্মপ্রকাশ

দেশে জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্ব গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আর এ নতুন দলের আহবায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহবায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।মীম আক্তার বলেন, ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।মীমের পর জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটির নাম ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে শামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিলের নাম ঘোষণা করেন।  সিনিয়রযুগ্মসদস্য সচিব হিসেবে ডা. তাসনিম জারা, নাফিসা সরওডার রিভার নাম ঘোষণা করেন।এ ছাড়াও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীাংদ্দীন পাটওডারী, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হয়েছেন আবদুল হান্নান মাসউদ।সবশেষে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সাম্যের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সাম্যের, সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাহমশবায়নের লক্ষ্যে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি।ড
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!