রাজধানীর বাংলামোটর এলাকার রূপায়ন টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। বৈষম্য বিরোধীদের নতুন ছাত্র সংগঠনে স্থান না পাওয়ায় তারা এই বিক্ষোভ করছেন।
বুধবার রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর কেন্টিনে আজ বিকালে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদে’র কমিটি ঘোষণা হয়। কমিটি ঘোষণার আগেও সেখানে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :