শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

সালমান-রিজওয়ানের সেঞ্চুরিতে রানের পাহাড় টপকে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:০৫ পিএম

সালমান-রিজওয়ানের সেঞ্চুরিতে রানের পাহাড় টপকে ফাইনালে পাকিস্তান

নিজেদের ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে ৩৫৩ রানের পাহাড় টপকাতে হতো পাকিস্তানের। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘার দুর্দান্ত সেঞ্চুরিতে ওই রান ১ ওভার ও ৬ উইকেট হাতে থাকতে টপকে গেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের সঙ্গে নিশ্চিত করেছে ফাইনাল। 
টস জিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান করে। দলটির ওপেনার ও অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন। তিনে নেমে ম্যাথিউ ব্রিটজকে ৮৩ বলে ৮৪ রান যোগ করেন। এছাড়া ৫৬ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন হেনরিক ক্লাসেন। তিনি ১১টি চার ও তিনটি ছক্কা হাঁকান।
জবাব দিতে নেমে ৯১ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় পাকিস্তান। ঝড়ো শুরু করা ফখর জামান ২৮ বলে ৪১ রানের ইনিংস খেলেন। ছয়টি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে। ১৯ বলে ২৩ রান করেন অন্য ওপেনার বাবর আজম। সূদ শাকিল ১৫ রান করে আউট হয়ে যান। 
সেখান থেকে রিজওয়ান ও সালমান ২৬০ রানের রেকর্ড জুটি গড়েন। অধিনায়ক রিজওয়ান ১২৮ বলে ১২২ রানের হার না মানা ইনিংস খেলেন। নয়টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। সালমান আঘা ১০৩ বলে যোগ করেন ১৩৪ রান। তার ব্যাট থেকে ১৬টি চার ও দুটি ছক্কা আসে। ওয়ানডেতে চতুর্থ উইকেটে পাকিস্তানের এটি সবচেয়ে বড় জুটি। যেকোন উইকেটে তৃতীয় সেরা। এছাড়া ওয়ানডেতে পাকিস্তান সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে।    

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!