স্পোর্টস ডেস্ক: ‘বাজবল’ তত্বও বাঁচাতে পারল না ইংল্যান্ডকে। অস্ট্রেলিয়ার মাটিতে আবারও ইংলিশ ক্রিকেটের দৈন্যদশা ফুটে উঠল। মাত্র তিন ম্যাচ, আর সব মিলিয়ে ১১ দিনের ক্রিকেটেই অ্যাশেজের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। অ্যাডিলেড টেস্টে ৮২ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখেই (৩-০) সিরিজ নিজেদের করে নিল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
৪৩৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় পঞ্চম দিনে ৩৫২ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। এদিন ব্যক্তিগত ৬০ রানে স্মিথ এবং ৪৭ রানে জ্যাকস বিদায় নিলে জয়ের পথ পরিষ্কার হয়ে যায় স্বাগতিকদের। শেষ ব্যাটার হিসেবে জশ টাং বোল্যান্ডের বলে আউট হলে থামে ইংল্যান্ডের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও নাথান লায়ন। তবে দুই ইনিংসে যথাক্রমে ১০৬ ও ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
এই হারের ফলে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৮ ম্যাচ জয়হীন থাকার লজ্জার রেকর্ড গড়ল ইংল্যান্ড। গত ১৪ বছরেও অজি ডেরায় সিরিজ জয়ের স্বাদ পায়নি তারা। টানা চতুর্থ অ্যাশেজ সফরে এসে প্রথম তিন ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেল বেন স্টোকসের দল। ছবি- ক্রিকইনফো

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :