সুযোগ হাতছাড়া! রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের সামনে বড় রান যোগ করার সুবর্ণ সুযোগ ছিল। সাদমান, মুমিনুল, মুশফিক ও লিটনের ফিফটিতে তা করেছেও বাংলাদেশ। তবে খুবটা যুতসই দাপট দেখাতে পারেননি লাল-সবুজের ব্যাটাররা । শেষ পর্যন্ত ৯২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। পাকিস্তানের চেয়ে ১৩২ রান পিছিয়ে নাজমুল হোসেন শান্তর দল।
শুক্রবার (২৩ আগস্ট) বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে লাল-সবুজেরা। তবে দলীয় ৩১ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ৫৮ বলে ১২ রানে সাজঘরে ফেরেন জাকির। দ্বিতীয় উইকেটে সাদমানের সঙ্গে যোগ দেন শান্ত। তবে ক্রিজে থিতু হতে পারেননি টাইগার দলপতি। ৪২ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন টপ-অর্ডার এই ব্যাটার।
শান্তর বিদায়ের পর সাদমানের সঙ্গে দলের হাল ধরেন মুমিনুল। লাঞ্চের ঠিক আগের বলে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন সাদমান। শেষমেশ ২ উইকেটে ১৩৪ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ।মধ্যাহ্নবিরতি থেকে ফিরে মুমিনুলও ক্যারিয়ারের ১৯তম ফিফটি পান পেয়ে যান। তবে হাফ-সেঞ্চুরির পর বেশি দূর এগোতে পারেননি সাবেক এই অধিনায়ক। দলীয় ১৪৭ রানে ৭৬ বলে ৫০ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর সাদমানের সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিম। তাদের সাবলীল ব্যাটিংয়ে ভালোভাবেই দলীয় পুঁজি বাড়তে থাকে। সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন সাদমান। তবে চা-বিরতির ঠিক শেষমুহূর্তে নার্ভাস নাইনটিজে কাটা পড়েন সাদমান। ১৮৩ বলে ৯৩ রানে ফেরেন এই ওপেনার।
চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। ১৬ বলে ১৫ রান করে ফেরেন এই অলরাউন্ডার। পার্ট-টাইমার সাইম আইয়ুবকে ড্রাইভ করেছিলেন। কিন্তু এক্সট্রা কাভারে শান মাসুদের হাতে ধরা পড়েন সাকিব। টেস্ট ক্যারিয়ারে এটিই সাইমের প্রথম উইকেট। সাকিবের ব্যর্থতার দিনে উইকেটে থিতু হয়ে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। রাওয়ালপিন্ডিতে টেস্টে ক্যারিয়ারের ২৮তম ফিফটি করার পথে এই মাইলফলক ছুঁয়েছেন মুশি। এর আগে, গেল বছরের মার্চে এই কীর্তি গড়েছিলেন তামিম ইকবাল। মুশির মাইলফলকের দিনে ৮ চার ও এক ছক্কায় প্রায় ২ বছর ২ মাস পর হাফ-সেঞ্চুরির দেখা পান লিটন। এটি তার ক্যারিয়ারের ১৭তম ফিফটি। জোড়া ফিফটিতে শেষ পর্যন্ত ৯২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রানে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। মুশফিক ৫৫ রানে এবং লিটন ৫২ রানে অপরাজিত আছেন। এখনও ১৩২ রানে পিছিয়ে আছে সফরকারীরা । পাকিস্তানের হয়ে খুররাম শাহজাদ দুটি উইকেট নেন। এ ছাড়া নাসিম শাহ, সাইম আইয়ুব এবং মোহাম্মদ আলি একটি করে উইকেট শিকার করেন।
আপনার মতামত লিখুন :