ক্রিকেটের অন্যতম বিপিএলের ১২তম আসরে দল নিতে দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ((মঙ্গলবার)। বিসিবি জানিয়েছ, ১০ থেকে ১১টার মতো প্রতিষ্ঠান ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। তারা বিড জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুনাম এবং মালিকের বিষয়ে খোঁজ খবর নেবেন। রিপোর্টের ভিত্তিতে দল চালাতে সক্ষম এমন ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করবেন।
মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বিসিবির পরিচালক এবং বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে আর্থিকভাবে স্বচ্ছ এমন প্রতিষ্ঠানকে সবার আগে গুরুত্ব দেবেন তারা। বিপিএলের গত আসরে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ঠিক মতো খেলোয়াড়,কোচিং স্টাফদের বেতন-ভাতা পরিশোধ করেনি। এবার তাই কড়া পথে হাঁটছে বিসিবি।
মিঠু বলেন, ‘আমাদের আগে বাজে অভিজ্ঞতা ছিল। এবার আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আর্থিক বিষয়টা। গত বছর অনেক খেলোয়াড় টাকা পায়নি, বাসের ভাড়া পায়নি; এসব যাতে এবার না হয়, সেজন্য এটা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা যাতে বিব্রতকর অবস্থায় না পড়ি, সেটার জন্য প্রোটেকশন নিতেই হবে। এজন্য আমরা ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি চেয়েছি। কারণ পেমেন্ট যদি না দেয়, আমরা ব্যাংক গ্যারান্টি থেকে ক্যাশ করে দিয়ে দেব।’
বিপিএলের গর্ভনিং কাউন্সিলের এই সদস্যসচিব জানিয়েছেন, যাচাই-বাছাইয়ের ওপর নির্ভর করে তারা অন্তত পাঁচটা ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার চেষ্টা করবেন, ‘আমরা পাঁচটায় কম্ফোর্টেবল। এটা যাচাই-বাছাইয়ের উপর নির্ভর করবে। জমা দিলেই তো দল পাওয়া যাবে না। ওই কোম্পানি, ম্যানেজমেন্টে যারা জড়িত তাদের নাম নেব, ক্লারিফিকেশন নেওয়া হবে, আর্থিক বিষয়, আকসুর স্বচ্ছতা মিললে বুঝতে পারবো কারা কোয়ালিফাই করছে। আমরা ছয়, সাতটা দল হতেই হবে, এভাবে পুশ করবো না। আমাদের এবারের বিপিএলের মোটো হচ্ছে-আর্থিক স্বচ্ছ্বতা।আর্থিক বিষয়টা আমরা খুব কড়াভাবে দেখবো।’
বিসিবির এই পরিচালক জানিয়েছেন, আজ রাতে তারা দরপত্র জমা নেওয়ার বক্স খোলার পর বলতে পারবেন কয়টা প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। দল নেওয়ার বিড ধরার বেশ কিছু নিয়ম ছিল। দুই কোটি টাকা জমা দিতে বলা হয়েছিল। এসব প্রক্রিয়া সম্পন্ন করে যারা দরপত্র জমা দেওয়া হয়েছে তাদেরকে প্রাথমিকভাবে বিবেচনা করবে বিসিবি। অডিট প্রক্রিয়া শেষে আগামী ২ নভেম্বর নাগাদ বিসিবি চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা করতে পারবে বলে মনে করেন মিঠু।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :