রবিবার, ০২ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৯ রানে অলআউট ইংলিশরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৮:০২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৯ রানে অলআউট ইংলিশরা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল ইংল্যান্ডের। তবে নিজেদের শেষ ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় জস বাটলারের দল। করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৭৯ রানে অলআউট হয়েছে ইংলিশরা।
টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বাটলার। তবে প্রোটিয়া বোলারদের দাপটে ৩৮.২ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৮০ রান করতে পারলেই গ্রæপ ‘বি’ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেবে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট (৪৪ বলে)। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে জফরা আর্চারের ব্যাট থেকে (৩১ বলে)। ওপেনার বেন ডাকেট করেন ২৪ রান (২১ বলে), আর অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে বাটলার করেন ২১ রান (৪৩ বলে)। বাকিরা বড় স্কোর গড়তে ব্যর্থ হন। প্রোটিয়া বোলারদের মধ্যে মার্কো জানসেন ও উইয়ান মুল্ডার শিকার করেন ৩টি করে উইকেট, আর কেশব মহারাজ নেন ২ উইকেট।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!