রবিবার, ০২ মার্চ, ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

৩০ হাজার পাউন্ড রিয়াল মাদ্রিদকে জরিমানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৮:৪১ পিএম

৩০ হাজার পাউন্ড রিয়াল মাদ্রিদকে জরিমানা

এবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্লেঅফের দ্বিতীয় লেগে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচে নিজেদের সমর্থকদের বর্ণবাদী আচরণের কারণে বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে স্প্যানিশ ক্লাবটিকে। উয়েফার সিদ্ধান্ত অনুযায়ী, রিয়াল মাদ্রিদকে ৩০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ টাকা) জরিমানা করা হয়েছে।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ওই ম্যাচে সিটির কোচ পেপ গার্দিওলাকে উদ্দেশ্য করে কিছু রিয়াল সমর্থক বর্ণবাদী মন্তব্য করেন। বিষয়টি ম্যাচের পর ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং উয়েফার নজরে আসে। উয়েফার ১৪ নম্বর ধারার বিধান অনুযায়ী, প্রতিপক্ষের বিরুদ্ধে এমন আচরণের জন্যই শাস্তির মুখে পড়েছে রিয়াল মাদ্রিদ।
শুধু জরিমানাই নয়, পরবর্তী দুই বছরের মধ্যে যদি বার্নাব্যুতে আবারও এমন ঘটনা ঘটে, তাহলে স্টেডিয়ামের ৫০০ আসনে দর্শক প্রবেশ নিষিদ্ধ করবে উয়েফা।আগামী ৫ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তবে উয়েফার এই শাস্তি তাদের জন্য নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে।চিন্তিত টিম।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!