মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সারপ্রাইজ! পাকিস্তা-ভারত ম্যাচে উর্বশীর কেক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৯:৫০ পিএম

সারপ্রাইজ! পাকিস্তা-ভারত ম্যাচে উর্বশীর কেক

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন ভারতীয় অভিনেত্রী উর্বশীর রাওতেলা। চির প্রতিদ্ব›িদ্বদের লড়াইয়ে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ভারত। 
দলকে সমর্থন করতেই মাঠে হাজির হন মডেল। জেনে রাখা ভালো- আগামীকাল ২৫ ফেব্রæয়ারি ৩১ বছরে পা দেবেন রাউতেলা। হয়তো এ কারণেই অভিনেত্রী গ্যালারিতে হাজির হওয়ার দুদিন আগে তার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।  কেকের সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন রাউতেলা। তার পরনে ছিল গোলাপি কালারের ড্রেস। খোলা চুল। মুখে চওড়া হাসি। সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে ভারত-পাক ম্যাচের গ্যালারিতে উর্বশীর জন্য এমন সারপ্রাইজ পাঠালেন কে? অনেকে আবার ঋষভ পন্থের কথা মনে করিয়ে দিলেন। 
যদিও সেই কেক কে পাঠালেন মডেল-অভিনেত্রীকে-তা নিয়ে অনেকে মজা করেছেন। সেটা তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেও বোঝা যায়। দক্ষিণী পরিচালক সুকুমারের সঙ্গেও সেখান থেকে ছবি শেয়ার করেছেন তিনি। 
সম্প্রতি ‘ডাকু মহারাজ’ সিনেমায় উর্বশীর আইটেম ডান্স নিয়ে কম বিতর্ক হয়নি। শোনা যায়, একটা পারফরম্যান্সের জন্য ৯.২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সেই আবহেই রোববার দুবাইয়ের গ্যালারিতে ফের দ্যুতি ছড়ালেন ভারতীয় সুন্দরী। তবে তার ‘কেক রহস্য’ নিয়ে কৌতূহলের অন্ত নেই! উল্লেখ্য, পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা হয়েছে। বছর দুয়েক আগে থেকে এ জল্পনা শুরু হয়। পন্থের প্রতি ভালোবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। তার খেলা দেখতে মাঠেও পৌঁছে গিয়েছেন একাধিকবার। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন পন্থ।গ্যালরিতে শুধু আওয়াজ উর্বশী উর্বশী।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!