বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলোর তথ্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:২২ এএম

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচগুলোর তথ্য

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ টুর্নামেন্ট শুরুর আগেই নানা বিশ্লেষণে উঠে আসছে বাংলাদেশের নাম, তবে তা খুব বেশি ইতিবাচক নয়। কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং ও এবি ডি ভিলিয়ার্স টাইগারদের নিয়ে কোনো আশাবাদ দেখাননি। তবে এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বাংলাদেশ দল শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন থাকলেও সেমিফাইনাল পর্যন্ত পৌঁছানোই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। শক্ত প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে অন্তত দুই দলকে হারাতে হবে টাইগারদের, যা মোটেও সহজ কাজ নয়।
এদিকে চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ দল। মাসখানেক আগেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে, আর রোববার (১৬ ফেব্রæয়ারি) উন্মোচিত হয়েছে নতুন জার্সি। ইতোমধ্যে দেশ ছেড়েছে টাইগাররা। এখন কেবল মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দেয়ার অপেক্ষা। বাংলাদেশের সমর্থকরা আশাবাদী, কঠিন চ্যালেঞ্জের মধ্যেও টাইগাররা লড়াই করে ভালো কিছু উপহার দেবে। এখন দেখার পালা, শান্তর নেতৃত্বে বাংলাদেশ কতদূর যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!