বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১ কার্তিক ১৪৩১

কানপুরে প্রতীক্ষার অবসান, যে নিয়ম যোগ হলো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১০:৩৫ এএম

কানপুরে প্রতীক্ষার অবসান, যে নিয়ম যোগ হলো

কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট মাঠে গড়াতে দেখা যেন ছিল সোনার হরিন। সিরিজের দ্বিতীয় ও শেষ এই টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। আর দ্বিতীয় ও তৃতীয় দিন বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে একটি বলও মাঠে গড়ায়নি। তবে আজ চতুর্থ দিন সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়ালো খেলা।
৩০ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে গড়িছে খেলা। সকাল থেকেই কানপুরের আকাছে দেখা গেছে সূর্য। চারদিকেই উজ্জ্বল রোদ। আগের তিন দিনের চেয়ে কানপুরের গ্রিন পার্কের আজকের সকাল একটু আলাদা। এদিকে,প্রথম দুই সেশনে খেলা ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে। 
প্রসঙ্গত,প্রথম দিনের ৩৫ ওভারের খেলায় ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ রানে ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত ছিলেন। ৩১ রান করে আউট হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, ওপেনারদের মধ্যে সাদমান ইসলাম ২৪ রান করলেও শূন্য রানে আউট হয়েছেন জাকির হাসান।

 

 

 

 

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!