মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

তারকা খেলোয়াড় হামজা আসলেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১২:১৮ পিএম

তারকা খেলোয়াড় হামজা আসলেন

জাতীয় দলে খেলার উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় দেওয়ান হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তিনি এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে। হামজার আগমনের খবরে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন এলাকার লোকজন।
পুরো স্নানঘাট সেজেছে নানা রূপে। তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুত এলাকার মানুষের।দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
জানা গেছে, সোমবার গ্রামের বাড়িতে থাকবেন হামজা। মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে তার। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সঙ্গে শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। আর ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!