জিতলে টিকবে আশা, হারলেই বাদ কঠিন এমন সমীকরণের সামনে আফগানিস্তান। খেলা চলার মাঝে শুরু হযেছে বৃষ্টি। হয়ত বৃষ্টির কথা মাথায় রেখেই দ্রæত রান তোলার তাগিদ ছিল অজিদের। ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলে ফেলে তারা। এরপরই শুরু বৃষ্টি। মাঠ ছেড়েছেন খেলোয়াড়রা, ঢেকে দেওয়া হয়েছে পিচ। রশিদ খান ক্যাচ ছেড়ে জীবন দিয়েছিলেন হেডকে, সে জীবন ভালোই কাজে লাগাচ্ছেন এই অজি ব্যাটার। ৩৪ বলে ম্যাচে নিজের অর্ধশতক পূর্ণ করেছেন হেড। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১৭তম ফিফটি। তার ব্যাটে চড়ে এখন লক্ষ্যের দিকে ছুটছে অস্ট্রেলিয়া।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ট্রফির মিশনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই। স্টিভ স্মিথের দলও হারলে পড়বে মহাবিপাকে। পাকিস্তানের লাহোরে বসেছে পঞ্চাশ ওভারের এই মহারণ। বৃষ্টির কারণে যদি আর খেলা শুরু না করা যায়, তাহলে সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া। কপাল পুড়বে আফগানিস্তানের। কারণ বৃষ্টি আইনে ফলাফলের জন্যও অন্তত দুই ইনিংসে ২০ ওভার করে খেলা হতে হবে। অস্ট্রেলিয়া ইনিংসের ১৩তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় এখন সবমিলিয়ে স্বস্তিতে অজিরা।
আপনার মতামত লিখুন :