শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল, সেমিতে অসিরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১১:১৭ পিএম

আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল, সেমিতে অসিরা

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল, সেমিতে চলে গেল অসিরা। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কার্যত বিদায় ঘণ্টা বাজিয়ে দিল আফগানদের। এতে সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। আফগানদের সেমিফাইনালে যেতে এবার তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান করার পর নামে বৃষ্টি। পরে বৃষ্টি থামলেও, আউটফিল্ডের অবস্থা এতটাই বাজে হয়ে যায় যে, খেলা সম্ভব হয়নি। দুই ইনিংসেই ২০ ওভার খেলা না হওয়ায় পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এতে আফগানিস্তানকে হতাশ করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া।
এক জয় পাওয়া আফগানিস্তানের পয়েন্ট তিন। রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছেন রশিদ খানরা। সেমিফােইনালে যেতে ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে আফগানদের। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে করাচিতে। জস বাটলারদের হারাতে পারলেই গ্রæপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে প্রোটিয়ারা। হারলেও অবশ্য সেরা চারে যাওয়ার বড় সুযোগ থাকবে তাদের হাতে। ৩০১ রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা যদি ২০৭ রানে হেরে যায় তাহলেই কেবল বাদ পড়বে তারা। এমন অবস্থায় সেমিফাইনালে উঠবে আফগানিস্তান। তবে রান রেটে অনেক পিছিয়ে থাকায় রশিদ, মোহাম্মদ নবিদের সেরা চারে ওঠার সম্ভাবনা ক্ষীণই বলা চলে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। ইনিংসের পঞ্চম বলেই ১ রানে ভাঙে উদ্বোধনী জুটি। স্পেন্সার জনসনের কাছে বোল্ড হন রহমানউল্লাহ গুরবাজ। এরপর ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ আতাল মিলে ৬৭ রানের জুটি গড়েন, তবে বাজে শটে উইকেট দিয়ে ২২ রানে বিদায় নেন জাদরান। এরপর রহমত শাহ (১২) দ্রæত আউট হলে ৯১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।
এরপর হাশমতউল্লাহ শহীদি ও আতাল মিলে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। এই জুটি ৬৮ রান যোগ করলেও ব্যক্তিগত ৮৫ রানে থামেন আতাল। ৯৫ বলে ৬টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস শেষ হয় জনসনের বলে আউট হয়ে। এরপর একে একে ফিরে যান হাশমত (২০), মোহাম্মদ নবী (১) ও গুলবাদিন নাইব (৪)।
দুইশ রানের আগেই সাত উইকেট হারিয়ে বিপদে পড়লেও শেষদিকে আফগানদের লড়াই চালিয়ে যান আজমতউল্লাহ ওমরজাই। ৪৯তম ওভারে নাথান এলিসকে দুটি ছক্কা হাঁকিয়ে গ্যালারি মাতান তিনি। তবে ইনিংসের দুই বল বাকি থাকতে ৬৩ বলে ১ চার ও ৫ ছয়ে ৬৭ রান করে আউট হন ওমরজাই। শেষ বলে বিদায় নেন নূর আহমেদ (৬)। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট শিকার করেন ডোয়ার্শিস। দু‍‍`টি করে উইকেট নেন জাম্পা ও স্পেন্সার জনসন। ১টি করে নেন নাথান এলিস ও গেøন ম্যাক্সওয়েল।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!