টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেওয়া বাংলাদেশের সামনে সুযোগ ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার। শেষ ম্যাচে ৮০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিশন কমপ্লিট করেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস
শুক্রবার(২০ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করে জাকের আলী, পারভেজ ইমনদের ব্যাটে ৭ উইকেটে ১৮৯ রানের ভালো সংগ্রহ পায় লাল সবুজের দল। পরে স্পিনার রিশাদ হোসেন ও শেখ মাহেদীর তোপে ১৬.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
শেষ এই ম্যাচেও লিটন দাস রান পাননি। তবে ওপেনিংয়ে ইমনের সঙ্গে ৪৪ রানের জুটি দেন তিনি। ১৪ রান করে আউট হন অধিনায়ক লিটন। সৌম্য সরকারের জায়গায় একাদশে ফিরে ইমন খেলেন ২১ বলে ৩৯ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি ও দুটি ছক্কা আসে। চারে নেমে মেহেদী মিরাজ ২৩ বলে ২৯ রান যোগ করেন।
দলের পক্ষে সেরা ইনিংসটা খেলেছেন জাকের আলী। টেস্ট ও ওয়ানডে সিরিজে রান পাওয়া এই ব্যাটার ৪১ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি ওভার বাউন্ডারি মারেন তিনি। তার ব্যাট থেকে চারের শট আসে তিনটি। শেষে তানজিম সাকিব ১২ বলে ১৭ রান যোগ করেন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারে ব্রেক থ্রু দেন পেসার তাসকিন আহমেদ। পরের ওভারেই অভিষিক্ত জাস্টিন গ্রেইভসকে তুলে নেন শেখ মেহেদী। ৭ রানে ২ উইকেট হারানো দল জনসন চার্লস ও নিকোলাস পুরানের ব্যাটে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ক্যারিবীয়দের হয়ে ওপেনার চার্লস ২৩ ও চারে নামা পুরান ১৫ রান করেন।রোমারিও শেইফার্ড ৩৩ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাসকিন ও শেখ মেহেদী দুটি করে উইকেট নিয়েছেন। সিরিজ সেরা হয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী।
আপনার মতামত লিখুন :