বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সুযোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ০৭:১০ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সুযোগ

বাংলাদেশ দল চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে। মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি থেকে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা অর্জনের সুযোগ রয়েছে টাইগারদের সামনে। তার জন্য অবশ্য খুব বেশি নয়, মাত্র পাঁচটি ম্যাচ জিতলেই এই টাকা অর্জন করা সম্ভব হবে।কী ভাবছেন, কীভাবে মাত্র পাঁচ ম্যাচ খেলেই এই টাকা অর্জন সম্ভব? কেবল চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হলেই এই টাকা অর্জন সম্ভব। এরই মধ্যে আসন্ন এই টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার হিসাবে ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা।
আট দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল গ্রæপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালে টানা জয় তুলে নিতে পারলেই চ্যাম্পিয়ন হয় বিশাল এই অঙ্ক অর্জন করা সম্ভব। বাংলাদেশ দল খেলবে গ্রæপ ‘এ’তে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি প্রকাশ করেছে আইসিসি। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হেরে যাওয়া দল প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ পাবে-১১ লাখ ২০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা)। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে (প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা)। চ্যাম্পিয়নস ট্রফি এবার হতে যাচ্ছে ৬ বছর পর। ২০১৭ সালে সর্বশেষ আসরের চেয়ে এবার ৫৩ শতাংশ প্রাইজমানি বেড়েছে এই টুর্নামেন্টের।ধরুন বাংলাদেশ সেমিফাইনালেও উঠতে পারল না; তবু কিন্তু অর্থ আয়ের সুযোগ আছে। গ্রæপ পর্বে প্রতিটি জয়ের জন্য প্রাইজমানি ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। গ্রæপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।আয়ের সুযোগ আছে আরও। আট দলের এই টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার (প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা) করে।সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে। এ ছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) করে।১৯ ফেব্রæয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করবে পাকিস্তান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!