বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরের সূচিতে পরিবর্তন এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওয়ানডে সিরিজ বাতিল করে অতিরিক্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে।২০২৫ সালের এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই পরিবর্তন আনা হয়েছে। কারণ দুটি আসরই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এশিয়া কাপ আয়োজিত হবে ভারতে, আর বিশ্বকাপের স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা। তাই দুই দলই টি-টোয়েন্টির প্রস্তুতিকে গুরুত্ব দিতে চাইছে।
ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, মে মাসে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে বাদ দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।
বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে ক্রিকবাজকে বলেন, ‘আমরা পাকিস্তান সফরে ওয়ানডে বাদ দিয়ে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া।’
বাংলাদেশ সফরে এসে পাকিস্তানও তিনটি টি-টোয়েন্টি খেলবে। যদিও এটি এফটিপির অংশ নয়। চলতি মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনায় এই সিরিজ চূড়ান্ত হয়। বাংলাদেশে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই।
আপনার মতামত লিখুন :