বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

টাইগ্রেসরা পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতেগাদ্দাফি মাঠে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ১১:১৫ এএম

টাইগ্রেসরা পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করতেগাদ্দাফি মাঠে

ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার মিশনে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মূল পর্বের টিকিট পেতে এ ম্যাচে জয় চায় টিম টাইগ্রেস। কম ব্যবধানে হারলেও নেট রানরেটে এগিয়ে থাকায় সুযোগ থাকবে জ্যোতিদের। তবে সমীকরণের মারপ্যাচে হারলে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাও আছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার (১৯ এপ্রিল) নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উড়তে উড়তে হঠাৎ করেই ছন্দপতন নারী বিশ্বকাপ বাছাইয়ে। সবশেষ ম্যাচে ৩ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারে স্বপ্নযাত্রায় হোঁচট খেয়েছে বাংলাদেশ। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট সারোয়ার ইমরানের দলের। কঠিন সময়ে শেষ ম্যাচে বড় বাধার নাম পাকিস্তান। সিদরা আমিন বীরত্বে থাইল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের জয়ে এরইমধ্যে ওরা নিশ্চিত করে ফেলেছে মূল পর্ব।
পাকিস্তান সবার আগে পা রাখলেও,ভালো সুযোগ আছে বাংলাদেশের সামনে। শেষ ম্যাচে ফাতিমা সানার দলকে হারাতে পারলে আর কোনো সমীকরণে যেতে হবে না টাইগ্রেসদের। তা না পারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাচে। পাকিানের কাছে কম ব্যবধানে হারলেও নিশ্চিত হয়ে যাবে ভারত বিশ্বকাপের মূল পর্ব। বাংলাদেশের নেট রান রেট এ মুহূর্তে ১.০৩৩। সুযোগ আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজেরও। তবে, নেট রানরেটে বেশি এগিয়ে থাকায় সুযোগ বেশি বাংলাদেশের। কোনো ভুল নয়, পাকিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে সামর্থ্যের সেরাটা দিয়ে বুক চিতিয়ে লড়াই করতে প্রস্তুত পুরো দল।
সবশেষ ঢাকার মিরপুরে ২০২৩ সালের ১০ নভেম্বর খেলা ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল টিম টাইগ্রেস। এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচের মধ্যে সমান ৭টি করে জয় আছে দুদলের। একটি ম্যাচ হয়েছে টাই।বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার (উইকেটরক্ষক), ফারজানা হক,শারমিন আক্তার,নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, জান্নাতুল ফেরদৌস, রাবেয়া খাতুন ও মারুফা আক্তার।
পাকিস্তান একাদশ: শাওয়াল জুলফিকার, মুনিবা আলী, সিদরা আমিন,আলিয়া রিয়াজ,নাতালিয়া পারভেজ,ফাতিমা সানা (অধিনায়ক), সিদরা নাওয়াজ (উইকেটরক্ষক), রামিন শামীম, দিয়ানা বাইগ, সাদিয়া ইকবাল ও নাশরা সান্ধু।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!