টাইগারদের জন্য সিলেট টেস্টের প্রথম দিনটা ছিল হতাশাজনক। টস জিতে ব্যাটিং নিয়ে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এরপর বোলিংয়ে নেমেও সুবিধা করতে পারেনি। শেষ বিকেলে জিম্বাবুয়ের একটি উইকেটেরও পতন ঘটাতে পারেনি টাইগার বোলাররা। বরং টাইগার বোলারদের স্বচ্ছন্দেই খেলেছেন ব্রায়ান বেনেট ও বেন কুরানের ওপেনিং জুটি। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল উইকেটে ব্যাটারদের জন্য তেমন কোনো চ্যালেঞ্জই নেই।
সোমবার (২১ এপ্রিল) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ফের ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে। প্রথম দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৬৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ওপেনার ব্রায়ান বেনেট ৩৭ বলে ৬ চারে ৪০ রানে ব্যাট করছেন। আরেক ওপেনার বেন কুরান ৪৯ বলে ২ চারে ১৭ রান করে অপরাজিত আছেন।
বাংলাদেশ এখনও এগিয়ে ১২৪ রানে। দ্বিতীয় দিনের সকালের আকাশ ধুসর মেঘে ঢাকা, সেইসঙ্গে বইছে ঠান্ডা বাতাস। যা টাইগার পেসারদের জন্য সুখবরই হওয়ার কথা। তবে পিচ রিপোর্ট অনুযায়ী, উইকেট এখনও শুকনো এবং শক্ত। সেই সঙ্গে যখন তখন বৃষ্টি নামার পূর্বাভাস তো আছেই।
বাংলাদেশের জন্য আজকের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। ম্যাচে টিকে থাকতে চাইলে আজ দ্রæত উইকেট পেতেই হবে টাইগারদের। তবে কাজটা সহজ হবে না, উইকেটে দুই সেট ব্যাটার অনায়াসেই ব্যাট করেছে প্রথম দিনে। টাইগারদের জন্য নাহিদ রানা আজ তুরুপের তাস হতে পারে। গতি দিয়ে ভড়কে দিতে চাইবেন তিনি।বাংলাদেশ অবশ্য চাইবে দ্রæত যেন উইকেটে স্পিন ধরে। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিনই তো বাংলাদেশের প্রকৃত শক্তির জায়গা হওয়ার কথা।
আপনার মতামত লিখুন :