বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি টাইগারদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৬:৩৬ পিএম

এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি টাইগারদের

বিশ্রাম নেই জাতীয় দলের ক্রিকেটারদের। বিপিএল শেষ হলেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিরদুই সপ্তাহেরও কম সময় পর শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিপিএলের ফাইনালের পর আজ শনিবার দুপুর ২টায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলের অনুশীলনের জন্য নিজের প্রতিষ্ঠান বিকেএসপির পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেননি প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন। আগেই ঠিক করা ছিল, বিপিএল ফাইনালের পরদিন (৮ফেব্রæয়ারি) শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি। যেহেতু মোহাম্মদ সালাউদ্দীন বিকেএসপির সাবেক ছাত্র-শিক্ষক,তাই বিকেএসপি পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম হর্তাকর্তা থাকার কথা তারই।
কিন্তু জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্ততির কথা ভেবে সে অনুষ্ঠানে অংশ নেননি সালাউদ্দীন। শেরে বাংলায় ক্রিকেটারদের নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন তিনি।
আগেই জানা, শুক্রবার বিপিএল ফাইনাল খেলা ক্রিকেটাররা প্রথম দিন বিশ্রামে থাকবেন। তবে ফাইনালে উঠতে না পারা দলগুলোর ক্রিকেটাররা গত দুই দিন ফিটনেস টেস্ট দিয়েছেন। আজ শনিবার কাকডাকা ভোরেও ছিল ফিটনেস টেস্ট। দুপুরে শেরে বাংলায় প্র্যাকটিস করেছেন ৫ ক্রিকেটার- তানজিদ তামিম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরুর ২/৩ দিন আগেই রাজধানীতে এসে পৌঁছেছেন হেড কোচ ফিল সিমন্স। এবারের বিপিএলের ফাইনালে অংশ নেওয়া ক্রিকেটারদের ছাড়া শনিবার দুপুর ২টায় শেরে বাংলায় শুরু হওয়া সেই প্যাকটিস সেশন পরিচালনায় ছিলেন তিনি। সঙ্গে প্রধান সহকারী কোচ সালাউদ্দীন তো ছিলেনই। স্পিন কোচ সাকলাইন মুশতাকও উপস্থিত ছিলেন আজকের অনুশীলনে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেশের মাটিতে বাংলাদেশের প্র্যাকটিস শিডিউল দিয়েছে বিসিবি। তাতে বলা আছে,৮ থেকে ১২ ফেব্রæয়ারি প্রতিদিন জাতীয় দলের অনুশীলন শেরে বাংলায়। জানা গেছে,আগামী ১৩ ফেব্রæয়ারি দিবাগত রাত ১টায় (১৪ ফেব্রæয়ারির প্রথম প্রহরে) চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় দল।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!