প্রথম ওয়ানডে ম্যাচে ২০৭ রান করেও সহজ জয় পেয়েছিল বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২১১ রান করেছে বাংলাদেশ। জবাবে নামা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডারে প্রথম ওভারেই ধাক্কা দেন নাসুম আহমেদ। পরে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের তোপে সাত উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজ ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা শাই হোপ ১৮ রান করে খেলছেন। তার সঙ্গী জাস্টিন গ্রেভস। এর আগে ব্রেন্ডন কিং গোল্ডেন ডাক মেরে ফিরেছেন। আথানজে ২৮ রান করে রিশাদের বলে লেগ বিফোর হয়েছেন। পরে কেসি কার্টি ৩৫ রান করে এবং আকিম আগুয়েস্তো ১৫ রান করে আউট হন।
এর আগে বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ৮৯ বলে দলের পক্ষে সর্বাধিক ৪৫ রান করেন। তিন চার ও একটি ছক্কা মারেন তিনি। ম্যাচের সেরা ক্যামিও দেখান রিশাদ হোসেন। তিনি ১৪ বলে ৩৯ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন।
এছাড়া নুল হাসান সোহান ২৪ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। নাসুম ১৪ রান যোগ করেন। মেহেদী মিরাজ ৫৮ বলে ৩২ রানের হার না মানা ইনিংস খেলেন।
আপনার মতামত লিখুন :