শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ভারতে শান্তরা হোয়াইটওয়াশ হয়ে যা বললেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪, ০৪:৪০ পিএম

ভারতে শান্তরা হোয়াইটওয়াশ হয়ে যা বললেন

পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর ভালো কিছুর প্রত্যাশা নিয়ে ভারতের এসেছিল বাংলাদেশ দল। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে বড় ব্যবধানে হেরে ধবলধোলাই হয়েছে টাইগাররা। এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকে দুষছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টে ২৮০ রানে হারে বাংলাদেশ। এরপর দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে প্রায় আড়াই দিনের মতো। ব্যাটারদের ব্যর্থতায় নিশ্চিত ড্রয়ের পথে থাকা টেস্টও ৭ উইকেটে হেরেছে সফরকারীরা। 
হোয়াইটওয়াশ হওয়ার পর ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘দুই টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। এই পরিস্থিতিতে আমাদের ভালো ব্যাট করতে হবে। আপনি যদি আমাদের ব্যাটারদের দেখেন আমরা ৩০-৪০ বল খেলে আউট হয়ে গিয়েছি। টেস্ট ম্যাচে এটা গুরুত্বপূর্ণ, ব্যাটাররা যখন মাঠে নামেন, তখন বড় রান করতে হবে। সেই সময় যেভাবে অশ্বিন ও জাদেজা (চেন্নাইয়ে প্রথম টেস্ট) ব্যাট করেছিল। ওই পার্টনারশিপটা খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।’
কানপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন মুমিনুল হক। তার প্রশংসা করে টাইগার অধিনায়ক আরও বলেন,‘এই টেস্টে (কানপুর) মুমিনুল যেভাবে ব্যাটিং করেছেন তা এগিয়ে যেতে সাহায্য করবে। আর মিরাজ দুই ইনিংসেই ভালো বোলিং করেছেন।’

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!