রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ২১ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১১:৫০ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ২১ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টর্নেডোতে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত হানে। নিহতর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা কর্মকর্তাদের।শনিবার (১৭ মে) অঙ্গরাজ্য দুটির কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি ও সিএনএন ওই তথ্য জানায়। দুই অঙ্গরাজ্য ভয়াবহ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শুক্রবার রাতের ঝড়ে অন্তত ১৪ জন মারা গেছেন।এদিকে মিসৌরিতে সাত জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। কর্মকর্তারা জানান, এর মধ্যে সেন্ট লুইসেই মারা গেছে পাঁচজন।
কেন্টাকির গভর্নর বেশিয়ার বলেন, ‘আমরা আজ এই কঠিন সংবাদ দিয়ে শুরু করছি, গত রাতের ঝড়ে আমাদের অন্তত ১৪ জন মারা গেছেন। তবে দুঃখের বিষয় হলো, আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।’ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।
কেন্টাকির কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।মিসৌরির সেন্ট লুইসের মেয়র কারা স্পেন্সার সাংবাদিকদের বলেন, ‘আমাদের শহর আজ রাতে শোকে বিহ্বল। প্রণিহানি ও ক্ষয়ক্ষতি সত্যিই ভয়াবহ।’সংগৃহীত
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!