মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১২:২৭ পিএম

ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান স্থগিত করল যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধ নিয়ে গত সপ্তাহে বাগবিতন্ডার জের ধরে এবার ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স  নাম না প্রকাশের শর্তে সোমবার (০৩ মার্চ) একজন কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে শান্তির ওপর জোর দিয়েছেন। আমরা চাই আমাদের মিত্ররা সেই লক্ষ্যেই প্রতিশ্রæতিবদ্ধ থাকুক। এ জন্য সামরিক সহায়তা স্থগিত করা হয়েছে এবং এটি সমাধানে পৌঁছানো না পর্যন্তএটি বিবেচনার মধ্য থাকবে।’  
যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা স্থগিতের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে বিমান বা জাহাজে করে যেসব অস্ত্র ইউক্রেনে যাচ্ছে এবং ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে সেসব অস্ত্র রয়েছে।
সাময়িক এই অস্ত্র সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
কতদিন পর্যন্ত সামরিক সহায়তা স্থগিত রাখা হবে সে সম্পর্কে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য সরবরাহ করা হয়নি।  বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য জেলেনস্কির অফিসে রয়টার্স যোগাযোগ করলেও তাতে সাড়া দেয়নি। এছাড়া ওয়াশিংটনে অবস্থিত ইউক্রেনের দূতাবাস থেকেও কোনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!