মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

সরকারে যুক্ত হচ্ছেন নতুন উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৭:০৭ পিএম

সরকারে যুক্ত হচ্ছেন নতুন উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার

অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত হচ্ছেন। অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসেবে বুধবার (৫ মার্চ) শপথ নেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, অধ্যাপক সি আর আবরার উপদেষ্টা হিসেবে বেলা ১১টার দিকে শপথ নিতে পারেন। উনাকে শিক্ষা উপদেষ্টা করা হবে। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
গত ২৫ ফেব্রæয়ারি অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম। এবার আরেকজন নতুন উপদেষ্টা দায়িত্ব পাচ্ছেন বলে জানানো হলো।ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারে উপদেষ্টার সংখ্যা এখন ২১।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!