বুধবার, ০৫ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১১:০৬ পিএম

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের উদ্যোগ

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করছে যুক্তরাষ্ট্র। বিলিয়নিয়ার ইলন মস্কোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী,যার ফলে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেল এক কর্মকর্তা ও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরেক ব্যক্তি।
সূত্রগুলোর তথ্যমতে, ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের জন্য বৃহৎ পরিসরে আলোচনা শুরু করতে চায়। সেই লক্ষ্যে,মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যাতে রুুুুুুুুশ প্রতিনিধিদের আলোচনায় বসতে সুবিধা হয়,সে জন্য নিষেধাজ্ঞাগুলো পর্যালোচনা করতে পররাষ্ট্র দপ্তর ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের। এ অনুযায়ী, নিষেধাজ্ঞা বিষয়ক দপ্তরগুলো রাশিয়ার নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের জন্য একটি প্রস্তাব তৈরি করছে। সূত্রমতে, এই তালিকায় রাশিয়ার কিছু প্রভাবশালী ব্যবসায়ী বা ‘অলিগার্ক’ও অন্তর্ভুক্ত রয়েছেন।
নিষেধাজ্ঞা সংক্রান্ত কর্মকর্তারা প্রায়ই এ ধরনের পর্যালোচনা করেন, তবে হোয়াইট হাউসের সাম্প্রতিক নির্দেশ ট্রাম্প প্রশাসনের রাশিয়ার সঙ্গে সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিচ্ছে এবং নিষেধাজ্ঞা শিথিলের প্রতি তাদের সদিচ্ছা প্রকাশ করছে।
ওয়াশিংটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে মস্কোর কাছ থেকে কী পেতে চায়, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস,পররাষ্ট্র দপ্তর, অর্থ মন্ত্রণালয় এবং ওয়াশিংটনের রুশ দূতাবাসের কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও কেউ তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, গত বছর ক্রেমলিন বলেছিল যে জো বাইডেন প্রশাসনের অধীনে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক‘শূন্যের নিচে’নেমে গেছে। ডেমোক্র্যাট নেতা বাইডেন ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়েছিলেন এবং ২০২২ সালের ফেব্রæয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!