বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

নেতানিয়াহুর যুদ্ধ শুরুর হুঁশিয়ারিতে পালটা বিবৃতি হামাসের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৯:৫৫ এএম

নেতানিয়াহুর যুদ্ধ শুরুর হুঁশিয়ারিতে পালটা বিবৃতি হামাসের

গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাসের প্রতিশ্রæতি পুনর্ব্যক্ত করেছে। তবে তারা অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরাইল দায়ী।মঙ্গলবার(১১ফেব্রæয়ারি) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির পর হামাস এক বিবৃতি এসব কথা জানায়। খবর রয়টার্সের।
বিবৃতিতে হামাস অভিযোগ করেছে,ইসরাইল গাজা যুদ্ধবিরতির চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে,ইসরাইল তার প্রতিশ্রতি পালন করেনি এবং যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য পূর্ণ দায়ভার বহন করে ইসরাইল।
এর আগে হামাস বলেছে, ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির সুযোগ নেই এবং ইসরাইলি বন্দিদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে তারা। সোমবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেছেন,প্রতিরোধ নেতৃত্ব শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন এবং চুক্তির শর্তাবলীর প্রতি তাদের অসম্মতির বিষয়টি পর্যবেক্ষণ করেছে। এদিকে হামাস তার সমস্ত বাধ্যবাধকতা পূরণ করে চলেছে।
হামাস আরও বলেছে, ইসরাইল সব বাধ্যবাধকতা ঠিক মতো মেনে চললে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে। হামাসের এই মুখপাত্র উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরাতে বিলম্ব করা, মানুষের ওপর গুলি চালানো এবং মানবিক সহায়তা অনুমোদনে ব্যর্থতার অভিযোগ করেছেন ইসরাইলের বিরুদ্ধে।এর পর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি শনিবার (১৫ ফেব্রæয়ারি) দুপুরে হামাস আমাদের বন্দিদের ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত (ইসরাইলি সেনাবাহিনী) তীব্র লড়াইয়ে ফিরে যাবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!