শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

ট্রাম্পের শুল্কের গেড়াকলে বিলিয়নেয়াররা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১২:৩০ পিএম

ট্রাম্পের শুল্কের গেড়াকলে বিলিয়নেয়াররা

ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ামূলক শুল্ক ঘোষণার পর, এক দশকেরও বেশি সময়ের মধ্যে বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তি হারিয়েছেন ২০৮ বিলিয়ন ডলারের সম্পদ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থদের মধ্যে আছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ ১৭.৯ বিলিয়ন ডলার কমেছে। ফলে সম্পদের ৯ শতাংশ হ্রাস পেয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে এটি চতুর্থ বৃহত্তম একদিনের পতন এবং কোভিড-১৯ মহামারীর শীর্ষে পৌঁছানোর পর থেকে এটি সবচেয়ে বড়। শুল্ক ঘোষণার পর, বিলিয়নেয়ারদের তালিকায় সবচেয়ে বেশি ড়েগাকলে পরে ক্ষতিগ্রস্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়াররা। 
অন্যদের মধ্যে আছেন অ্যামাজনের জেফ বেজোস। তার ৯ শতাংশ শেয়ারের পতন হয়েছে। যা ২০২২ সালের এপ্রিলের পর কোম্পানিটির দেখা সবচেয়ে বড় পতন। এর ফলে তার ব্যক্তিগত সম্পদের ক্ষতি হয়েছে ১৫.৯ বিলিয়ন ডলার। টেসলার শেয়ার ৫.৫ শতাংশ কমে যাওয়ার পর ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং সরকারি উপদেষ্টা ইলন মাস্ক ১১ বিলিয়ন ডলার হারিয়েছেন। অন্য মার্কিন বিলিয়নেয়ারদের মধ্যে যাদের সম্পদ কমেছে তারা হলেন মাইকেল ডেল (৯.৫৩ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন (৮.১ বিলিয়ন ডলার), জেনসেন হুয়াং (৭.৩৬ বিলিয়ন ডলার), ল্যারি পেজ (৪.৭৯ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (৪.৪৬ বিলিয়ন ডলার) এবং থমাস পিটারফি (৪.০৬ বিলিয়ন ডলার)। আমেরিকার বাইরের একমাত্র ধনকুবের সম্পদের উল্লেখযোগ্য পতন দেখেছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট।  ওদিকে, ইউরোপীয় ইউনিয়ন আমেরিকায় আমদানি করা সমস্ত পণ্যের উপর নতুন ২০ শতাংশ ফ্ল্যাট শুল্ক আরোপের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা অন্যান্য জিনিসের সঙ্গে অ্যালকোহল এবং বিলাসবহুল পণ্যের রপ্তানিকে ক্ষতিগ্রস্থ করবে বলে মনে করা হচ্ছে। প্যারিসে আর্নল্টের শেয়ারের পতন হয়েছে। ফলে ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তির মোট সম্পদের ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। ট্রাম্প চীন থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেন। যা সেখানে নতুন অতিরিক্ত শুল্ক হার ৫৪ শতাংশে নিয়ে আসে। ইউরোপীয় ইউনিয়নের জন্য এই সংখ্যা ছিল ২০ শতাংশ এবং জাপানের জন্য ২৪ শতাংশ।অনেক অঘটন ঘটবে টঝঅ। মাত্র শুরু। মুদ্রা এস্ফিতি, বেকার সমস্যা, আইন শৃঙ্খলার অবনতি, শেয়ার ফল, ইত্যাদি অনেক কিছুই ঘটবে। অপেক্ষা করুন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!