শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ইসরায়েলি মার্কেটে হিজবুল্লাহর হামলায় নিহত ২, আহত ৭

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ১০:১৪ এএম

ইসরায়েলি মার্কেটে হিজবুল্লাহর হামলায় নিহত ২, আহত ৭

ইসরায়েলের উত্তরাঞ্চলে শুক্রবার ২৫ অক্টোবর ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। হিজবুল্লাহর ছোড়া রকেট উত্তরাঞ্চলীয় আরব-ইসরায়েলি অধ্যুষিৎ শহর মাজদ আল-ক্রুমের একটি মিনি মার্কেটে আঘাত হানে। সেখানকার একটি দোকানের ক্যাশিয়ার ও এক ক্রেতাসহ দুজন নিহত এবং আরো সাতজন আহত হয়েছে।
শহরের ওই মিনি মার্কেটের রকেট হামলায় নিহত হয়েছেন দোকানকর্মী আরজওয়ান মানা (১৯) এবং ক্রেতা হাসান সুয়াদ (২১)। মনা একজন ক্যাশিয়ার হিসাবে কাজ করতেন এবং সুয়াদ একজন গ্রাহক।
ঘটনাস্থল থেকে টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ক্যাশ রেজিস্টারের চারপাশে রক্তমাখা মেঝে এবং কাউন্টারে ফল ও সবজির ব্যাগ পড়ে আছে। হিজবুল্লাহ হামলা এ হামলার দায় স্বীকার করে বলেছে,এ শহরের পাশাপাশি পার্শ্ববর্তী শহর কারমিয়েলকে লক্ষ্য করেও তারা শুক্রবার হামলা চালিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে,প্রায় ৩০টি রকেট নিক্ষেপ করা হয়েছিল মাজদ আল-ক্রুমে এবং ইসায়েলের উত্তরাঞ্চলে শুক্রবার মোট ৬৫টি রকেট ছোড়া হয়েছিল।
ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে,আহত ৭ জনের মধ্যে ২১ বছর বয়সী একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন, ৮০ বছর বয়সী একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন অন্য দু‍‍`জন মাঝারি এবং আরও তিনজন সামান্য আহত হয়েছেন। এছাড়াও শুক্রবার লেবাননের সীমান্তের ঠিক দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলের গ্যালিলের শোমেরা এলাকায় রকেটের আঘাতে অন্তত ছয় সেনা আহত হয়েছে। আইডিএফ আরো জানিয়েছে,ইসরায়েলের বন্দরনগরী হাইফা এলাকায়ও শুক্রবার লেবানন থেকে পাঁচ দফা রকেট হামলা চালানো হয়েছে।
সিরায়েলের সামরিক বাহিনী বলেছে,হিজবুল্লাহর ছোড়া কিছু রকেট তাদের আকাশ প্রতিরোধ ব্যবস্থা আটকাতে সক্ষম হয়েছে। অন্যগুলো খোলা জায়গায় আঘাত করেছে। তবে,হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আইডিএফ আরও বলেছে, শুক্রবার ভোরবেলা পশ্চিম গ্যালিলে প্রবেশ করার সময় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং অপর একটি ড্রোন দুপুরের দিকে সিরিয়া থেকে গোলান মালভূমিতে প্রবেশের সময় গুলি করে ভূপাতিত করা হয়েছে।
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী স্থল অভিযান চালাতে গিয়ে বেশ চাপের মধ্যে আছে। আইডিএফ শুক্রবার বলেছে যে তারা বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগ এবং বিমান প্রতিরক্ষা ইউনিটে বিমান হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ সঙ্গে লড়াইয়ের সময় পাঁচ ইসরায়েলি রিজার্ভ সৈন্য নিহত হয়েছে এবং আরও ১৯ জন আহত হয়েছে যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
এদিকে,শনিবার ভোর থেকে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েল সেপ্টেম্বরে ইরান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর উপর বিমান হামলা বাড়িয়েছে, তার আনুষ্ঠানিক যুদ্ধে যোগ করার পর প্রায় ৬০,০০০ উত্তরের বাসিন্দাদের ঘরে ফিরে যাওয়ার লক্ষ্য। ২৩ শে সেপ্টেম্বর শুরু হওয়া স্থল অভিযানের পথ প্রশস্ত করে,হিজবুল্লাহর নেতৃত্বকে ধ্বংস করা ছাড়া সমস্ত বিমান হামলা।
২০২৩ সালের অক্টোবর থেকে উত্তর ইস্রায়েলে হিজবুল্লাহর হামলার ফলে ৩১ জন বেসামরিক লোক মারা গেছে। এছাড়াও,৫৫ জন আইডিএফ সৈন্য এবং সংরক্ষক আন্তঃসীমান্ত সংঘর্ষে এবং পরবর্তী স্থল অভিযানে মারা গেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!