শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৪৬ হাজারের বেশি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৫, ১০:৪৮ এএম

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৪৬ হাজারের বেশি

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরো কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। গত ২০২৩ সালের অক্টোরবর থেকে সামগ্রিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ছয়জনে। এবং আহত হয়েছে এক লাখ নয় হাজার ৩৭৮ জন। ৯ জানুয়ারি বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীরে তিনটি পরিবারে গণহত্যায় ৭০ জন নিহত এবং ১০৪ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।’
২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে। গাজায় গণহত্যার দ্বিতীয় বছর ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার সৃষ্টি করেছে। আনাদোলু অ্যাজেন্সি জানায়,গত ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতারবিরোধী অপরাধের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তাতারি পরোয়ানা জারি করেছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!