মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩১

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫ সাংবাদিক নিহত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:০০ এএম

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫ সাংবাদিক নিহত

গাজায় এখনও ইসরায়েলি বর্ববরতা চলছে। নির্বিচারে অবরুদ্ধ উপত্যাকাটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার ইসরায়েলি নির্মমতার শিকার হয়েছেন গাজায় কাজ করা পাঁচজন সাংবাদিক। তারা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।
নিহত হওয়া পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল-কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে অবস্থিত আল-আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তারা। ঠিক সেসময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
হামলার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (সংবাদমাধ্যম) লেখা। নিহত সাংবাদিকেরা হলেন, ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান ও আয়মান আল-জাদি।
নিহত আয়মান আল-জাদির স্ত্রী আল-আওদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী-সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন। হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পর থেকে সেখানে অন্তত ১৪১ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছে।


 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!