শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

জাতিসংঘ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিলো ইসরাইল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ১২:৪৪ পিএম

জাতিসংঘ মহাসচিবের ওপর নিষেধাজ্ঞা দিলো ইসরাইল

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা ‘অগ্রহণযোগ্য ব্যক্তি’ ঘোষণা করেছে দখলদার ইসরাইল। একইসঙ্গে তার ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজের অভিযোগ,ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় গুতেরেস ইরানের নাম উল্লেখ করতে এবং নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন। তাই বুধবার গুতেরেসের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। 
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ইসরাইল ভূখন্ড লক্ষ্য করে কমপক্ষে ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এরমধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রাজধানী তেল আবিবসহ ইসরাইলের একাধিক অঞ্চলে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও এ বিষয়ে এখনও কিছু জানায়নি নেতানিয়াহু সরকার।  
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে ইসরায়েযযযযল কার্টজকে উদ্ধৃত করে বলা হয়েছে, যে দ্ব্যর্থহীনভাবে ইসরাইলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না, সে ইসরাইলের মাটিতে পা রাখার যোগ্য নয়। 
গুতেরেসকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কার্টজের এখতিয়ার বা ক্ষমতা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে হিরুর গণমাধ্যমগুলো বলছে, এই ধরনের কর্তৃত্ব শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতেই থাকে। 
এদিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছে, গুতেরেস এখন পর্যন্ত ৭ অক্টোবর হামাসের দ্বারা সংঘটিত গণহত্যা ও যৌন সহিংসতার নিন্দা জানাননি। তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও ঘোষণা দেননি।
জাতিসংঘের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো বিবৃতি আসেনি। গত মঙ্গলবার সন্ধ্যায় দখলদার ইসরাইলের ভূখন্ড লক্ষ্য করে ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। অন্যদিকে ইসরাইলের রাজধানী তেল আবিবে অভিযান পরিচালনা করে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযানে কমপক্ষে আট দখলদার নিহত এবং ২০ জন আহত হয়েছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!