রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩১

দাবানলে লস অ্যাঞ্জেলসে নিহত ১১, অবকাঠামো ধ্বংস ১০ হাজার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৯:৫৫ এএম

দাবানলে লস অ্যাঞ্জেলসে নিহত ১১, অবকাঠামো ধ্বংস ১০ হাজার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস দাবানলে জ¦লছে টানা ৫দিন ধরে।। সেখানকার দমকল বাহিনী জানিয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে এসেছে এটি।
এরই মধ্যে অন্তত ১১ জন নিহত হয়েছেন এই দাবানলে, ধ্বংস হয়ে গেছে প্রায় ১০ হাজার অবকাঠামো। তবে বিশেষজ্ঞদের শঙ্কা, সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে। খবর রয়টার্সের।
গত মঙ্গলবার শুরু হওয়া এই দাবানলের দ্রæত ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ ছিল প্রচন্ড ঝোড়ো বাতাস। তবে শুক্রবার সে বাতাসের গতিবেগ কমে এসেছে অনেকটাই। যার ফলে দমকল বাহিনী আগুনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ পেতে শুরু করেন।  
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দাবানল শুরু থেকেই এক যোগে ৬টি দাবানল শুরু হয়েছিল। যার প্রভাবে কাউন্টির আশেপাশের এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে রীতিমতো।
দাবানলে বাড়িঘর হারিয়েছেন লাখো মানুষ। লস অ্যাঞ্জেলসে এই দাবানলের মধ্যেই শুরু হয়েছে লুটপাট, যার ফলে জরুরি অবস্থা জারি হয়েছে সেখানে। শুক্রবার দমকল বাহিনী জানায়,লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম দিকে প্যালিসেইডস এলাকার আগুন ও পূর্ব দিকে পাহাড়ের পাদদেশে অবস্থিত টন এলাকার আগুন কিছুটা আয়ত্বে আসতে শুরু করেছে। এর আগ পর্যন্ত সেখানকার প্যালিসেইডস ও ইটনে আগুন একটুও নিয়ন্ত্রণে ছিল না। মাটি ও আকাশ থেকে চেষ্টা করেও নিয়ন্ত্রণ আসছিল না দাবানলের ওপর। যার ফলে দুই অঞ্চলের ৩৪ হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। তবে বাতাসের তোড় কমে আসতেই দমকল বাহিনীর কাজ কিছুটা সহজ হয়। যার ফলে প্যালিসেইডসের আগুনের ওপর ৮ ও ইটনের আগুন ৩ শতাংশ নিয়ন্ত্রণে নিতে পেরেছে দমকল বাহিনী।
এদিকে আরও পাঁচটি সক্রিয় দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও লড়ে যাচ্ছে দমকল বাহিনীর আরও অনেক দল।  
মেয়র ক্যারেন বাস সুখবর দেওয়ার পাশাপাশি সতর্কও করে দিয়েছেন সবাইকে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। কিছু সাফল্যের খবর এরই মধ্যে আমরা পেয়েছি। তবে আমরা জানি,আগামী সপ্তাহের শুরুতে বাতাসের তীব্রতা বেড়ে যেতে পারে। সেজন্য লস অ্যাঞ্জেলেসকে প্রস্তুত রাখতে হবে। জীবন রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে আমাদের, এটাই প্রথম কাজ।
সবশেষ পাওয়া খবর, নতুন করে আগুন ছড়ানো বন্ধ করতে পেরেছেন দমকলকর্মীরা। লিডিয়া অঞ্চলে ৭৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, যদিও সেখানে ৩৯৫ একর পুড়ে গেছে আগুনে।
হার্সট অঞ্চলে আগুনে পুড়েছে ৭৭১ একর জমি,বর্তমানে সেখানে ৩৭ শতাংশ আগুনের ওপর নিয়ন্ত্রণ বিস্তার করেছে দমকল বাহিনী। এছাড়াও কেনেথ অঞ্চলে ৩৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্যালিসেইডসে ২০ হাজার একর পুড়ে গেছে, সে অঞ্চলের আগুনে ৮ শতাংশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেছে। ইটনে ৩ শতাংশ আগুনে নিয়ন্ত্রণ এসেছে। তবে সেখানে পুড়ে গেছে ১৩ হাজার ৯৫৬ একর এলাকা।

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!