ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের গোপন তথ্য ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা সূত্র। ফলে ইসরায়েলের সামনে ভয়ংকর চ্যালেঞ্জ দেখা দিয়েছে। শনিবার (২৫জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুটি সূত্রের বরাতে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন,গাজায় যুদ্ধ শুরুর পর হামাস ১০ থেকে ১৫ হাজার সেনা যুক্ত করেছে। ফলে গোষ্ঠীটি এখনো ইসরায়েলের জন্য হুমকি হিসেবে রয়েছে। সূত্র জানিয়েছে, নতুন সেনা যুক্ত করলেও যুদ্ধ চলাকালে প্রায় একইসংখ্যক সেনা নিহত হয়েছে। যদিও এর আগে এমন কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন গোয়েন্দারা।
বাইডেন প্রশাসনের শেষ সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যমতে, হামাস সফলভাবে নতুন সদস্য নিয়োগ করেছে। তবে নতুন নিয়োগ পাওয়া সেনাদের অনেকেই তরুণ এবং অপ্রশিক্ষিত। ফলে সাধারণ নিরাপত্তার উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে গত ১৪ জানুয়ারি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাস, ফিলিস্তিনের এ উপত্যকায় হামাস যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে প্রায় সমান সংখ্যক নতুন যোদ্ধা নিয়োগ করেছে। এটিকে তিনি স্থায়ী বিদ্রোহ এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি বলেও সতর্ক করেন।
বিøঙ্কেন এমন সতর্কবার্তা দিলেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। তবে ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে গাজায় ২০ হাজারের কাছাকাছি যোদ্ধা নিহত হয়েছেন। এর আগে গত জুলাইয়ে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, তারা হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ করতে সক্ষম হয়েছে।পুরনোছবি
আপনার মতামত লিখুন :