শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ট্রাম্প এবার এশিয়া সফরে, বাণিজ্য আলোচনা হবে শির সঙ্গে

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৭:১৯ পিএম

ট্রাম্প এবার এশিয়া সফরে, বাণিজ্য আলোচনা হবে শির সঙ্গে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে চড়ে শনিবার (২৫ অক্টোবর) তার এশিয়া সফরের জন্য যাত্রা শুরু করেছেন। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য ইস্যু নিয়ে কথা বলবেন তিনি। পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও দেখা করার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। খবর বার্তা সংস্থা এএফপির।
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশগুলো মধ্যে বাণিজ্য যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি পাকাপোক্ত করতে আঞ্চলিক সফরের শেষ দিনে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর শুল্ক আরোপসহ আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের ঝোড়ো পরিবেশে এটিই ট্রাম্পের প্রথম এশিয়া সফর। এর অংশ হিসেবে তিনি মালয়েশিয়া ও জাপানেও যাবেন।
সফর যাত্রায় এয়ারফোর্স ওয়ানে বসে ডোনাল্ড ট্রাম্পর সাংবাদিকদের বলেন, তিনি আশা করছেন শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক খুবই ভালো হবে। তিনি মনে করেন, ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়ার আগেই চীন বাড়তি শতভাগ শুল্কারোপ এড়াতে একটি চুক্তিতে পৌঁছাতে পারবে।
ওয়াশিংটন ছেড়ে আসার পর ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়ায় থাকার সময় তার সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাক্ষাতের ঘটনাও ঘটতে পারে। ২০১৯ সালের পর এটা হতে পারে কিমের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আমার মন খোলা। তার সঙ্গে আমার চমৎকার সম্পর্ক রয়েছে।’
আলোচনার পূর্বশর্ত হিসেবে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার মন খোলা কিনা, এ প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তারা একপ্রকার পারমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে প্রচুর পরমাণু অস্ত্র আছে, আমি এটুকুই বলব।’     
সাক্ষাতের বিষয়ে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক মন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায় অবস্থানের সময় তার সঙ্গে কিম জং উনের একটি বৈঠক হওয়ার সম্ভাবনা ‘বিবেচনাধীন’ রয়েছে।
সফরে প্রথমে মালয়েশিয়ায় যাবেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার তিনি সেখানে পৌঁছাবেন। প্রথমবার ক্ষমতায় এসে বেশ কয়েকবার এড়িয়ে গেলেও এবার তিনি সেখানে আসিয়ান সম্মেলনে অংশ নেবেন। এই সফরে ট্রাম্প মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবেন। পাশাপাশি নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্খার অংশ হিসেবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত থাকবেন।
ডোনাল্ড ট্রাম্প এরপর টোকিও যাবেন সোমবার। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য ইস্যু নিয়ে কথা বলবেন তারা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!