যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্থ হয়েছে। এতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের বলেন,পরিবারের পাঁচ সদস্য স্পেনের এবং ষষ্ঠজন পাইলট ছিলেন। নদীতে পড়ার সময় হেলিকপ্টারটির ভেতরেই সবাই ছিলেন।তিনি শোক জানিয়ে বলেন, পরিবারটির এ করুণ পরিণতিতে আমাদের হৃদয় ভেঙে গেছে।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, আমরা নিহতদের শনাক্ত করতে পেরেছি। কিন্তু তাদের স্বজনদের অবহিত না করা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি আকাশে উল্টে হাডসন নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটি নিউজার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে মোড় নেওয়ার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হেলিকপ্টারটি ‘নিউইয়র্ক হেলিকপ্টার’ নামের প্রতিষ্ঠানের। ম্যানহাটনের ডাউনটাউন স্কাইপোর্ট থেকে পর্যটকদের নিয়ে সেটি উড্ডয়ন করেছিল। দিনভর বিভিন্ন গন্তব্যের উদ্দেশে যাত্রা করার কথা ছিল হেলিকপ্টারটির।নিউইয়র্কের ফায়ার সার্ভিস কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে স্থানীয় সময় বিকেল ৩টা ১৭ মিনিটে। তৎক্ষণাৎ উদ্ধারকারী নৌকাগুলো ঘটনাস্থলে যাত্রা করে।
খবর পাওয়ার কিছুক্ষণ পরেই ডুবুরিরা পানিতে নামেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকারীরা পানিতে ক্ষতিগ্রস্থ বা জীবিতদের খোঁজে তল্লাশি চালান এবং তাৎক্ষণিক জীবন রক্ষাকারী ব্যবস্থা নেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়।এরপর ডুবুরিরা একেএকে ছয়জনকে পানি থেকে তুলে আনেন। তাদের মধ্যে ঘটনাস্থলে চারজনকে মৃত ঘোষণা করা হয় এবং অন্য দুজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :