মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

২০২৫ নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ১১:১০ পিএম

২০২৫ নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা

আকাশ আলোকরা আলোর ঝলকানির আতশবাজি,আলোক প্রদর্শনী, সংগীতানুষ্ঠান-জমকালো নানা আয়োজনে ২০২৫ সালকে বরণ করে নিয়েছে বিশ্ব। পুরোনোকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারাও। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের ঐক্যের আহ্বানও জানিয়েছেন তারা।খবর বিবিসির।  
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন: সব ঠিক হয়ে যাবে, আমরা শুধু সামনের দিকে এগোব। কারণ আমরা জানি, রাশিয়ার ভাগ্য এবং এখানকার নাগরিকদের সুখ-সমৃদ্ধির মধ্যেই আমাদের সবার অস্তিত্ব নিহিত। এ মুহূর্তে রাশিয়া একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অতীতেও বহুবার চ্যালেঞ্জ এসেছে এবং সেসব চ্যালেঞ্জ অতিক্রমও করেছে। আর রাশিয়া যখন কোনো চ্যালেঞ্জ অতিক্রম করে তখন ইতিহাস তৈরি হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি: আমাদের পরাজিত করা এতটা সহজ নয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে পারবেন বলেই আমার বিশ্বাস। কোনো সন্দেহ নেই ট্রাম্প শান্তি অর্জনে সফল হবেন। আমরা জানি নতুন বছর কি নিয়ে আসবে। এজন্য উচিত ধৈর্য ধরা। 
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং: চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। তাইওয়ান প্রণালির দুইপাশের মানুষ একই পরিবারের অংশ। কেউ আমাদের এ আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবে না। কেউ আমাদের মাতৃভূমির পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ধারাকে বন্ধ করতে পারবে না। মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক মোমেন্টামকে কেউ বাধা দিতে পারবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: এই বছর সবার জন্য নতুন সুযোগ, সাফল্য এবং অফুরন্ত আনন্দ নিয়ে আসুক। সবাই সুন্দর স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক। আরও উজ্জ্বল ও টেকসই ভবিষ্যৎ তৈরির জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। 
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: পরিবর্তনের বছর হিসাবে ২০২৫-কে স্বাগত। দেশকে নতুন করে গড়ে তুলতে এই বছরই যথেষ্ট হবে। এখনো অনেক কিছু করার বাকি আছে। যতক্ষণ আপনারা ব্রিটেনের সমৃদ্ধিতে বিশ্বাস করবেন না ততক্ষণ সরকার আপনাদের জন্য লড়াই করে যাবে। 
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ: ফ্রান্স ২০২৫ সালের বাজেট অনুমোদন করতে ব্যর্থ হয়েছে। তাই বলে ইউরোপ তার সুরক্ষা অন্য শক্তিকে অর্পণ করতে পারে না। ফরাসি জনগণের জন্য সমাধানের পথ দরকার। এছাড়া বিশ্বজুড়ে সংঘাতেরও অবাসন ঘটানো উচিত।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!