রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আমি সবসময় খেলোয়াড়দের সঙ্গেই থাকব: গাঙ্গুলি

প্রকাশিত: ০৫:১৬ এএম, জুন ১৪, ২০২০

আমি সবসময় খেলোয়াড়দের সঙ্গেই থাকব: গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান চেয়ারম্যান ও জাতীয় দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, আমি সবসময় খেলোয়াড়দের সঙ্গেই থাকব। কারণ আমি ওদের আবেগটা বুঝি। শনিবার (১৩ জুন) এক অনলাইন সেমিনারে তিনি এসব কথা বলেন। দায়িত্বগ্রহণের প্রথম বছরেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন সৌরভ গাঙ্গুলি। করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তা মুখে প্রায় ৪ হাজার কোটি রুপির টুর্নামেন্ট আইপিএল। অর্থের ঝনঝনানিতে ভরপুর এই টুর্নামেন্ট না হলে বেশ মোটা অঙ্কের লোকসানের মুখে পড়বে বিসিসিআই। তবু খুব একটা চাপ নিচ্ছে না গাঙ্গুলি। তিনি বলেন, বিসিসিআই চেয়ারম্যান হতে পেরে আমি সৌভাগ্যবান। খেলাটির প্রসারের জন্য খেলোয়াড়দের সঙ্গে কাজ করার বড় সুযোগ এটি। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে আইসিসি চেয়ারম্যান পদে বসতে পারেন গাঙ্গুলি। তবে তিনি নিজে এ বিষয়ে তেমন ভাবতে চান না, আমি সবকিছু সহজ রাখতে পছন্দ করি। নিজের কাজে সবসময় সেরাটা দেয়ার চেষ্টা করি। অন্য দায়িত্ব পেলেও আমি তাই করব। আমি যেকোন কাজ শুরু করি এবং নিজের মতো করেই শেষ করি।’ এসময় ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন গাঙ্গুলি। তিনি বলেন, ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতেই আছে। সুনিল গাভাস্কার যাওয়ার পর শচিন, দ্রাবিড় এলেন। এখন আছে কোহলি। ভারত সবসময়ই সেরা খেলোয়াড় তৈরি করে আসছে। এটা ফুটবলের ব্রাজিলের মতো।
Link copied!