বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে এবার কাঁপল ফিলিপাইন

প্রকাশিত: ১১:৫১ এএম, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

শক্তিশালী ভূমিকম্পে এবার কাঁপল ফিলিপাইন

তুরস্ক-সিরিয়ায় আঘাত হানা ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্পের পর এবার কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। গতকাল বুধবার গভীর রাতে (স্থানীয় সময় রাত ২টা) এই ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনের মধ্যাঞ্চলে, বিশেষ করে দেশটির মাসবাতে প্রদেশে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে এর সৃষ্টি। মাঝরাতে এমন ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের শঙ্কা, বড় ভূমিকম্পের পর আফটারশকের ধাক্কা আসতে পারে। মাঝরাতে বেরিয়ে পড়ার পর অনেকে এখন নিজ বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছেন। মাসবাতে প্রদেশের পুলিশপ্রধান রলি আলাবানা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। অনেকে নিজেদের বাড়িঘর ছেড়ে চলে গেছেন। এমনকি আমিও সম্ভাব্য আফটারশকের কারণে বাইরে চলে এসেছি।’ ভূমিকম্পের পর মাসবেত প্রদেশে বৃহস্পতিবার থেকে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কারণ, এখনো প্রদেশটি ছোট ছোট ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে।
Link copied!