শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তার বিএনপিতে যোগদান

প্রকাশিত: ০৬:৫৬ পিএম, সেপ্টেম্বর ১০, ২০২৩

সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ কর্মকর্তার বিএনপিতে যোগদান

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক ২৫ জন কর্মকর্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এই ২৫ কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর সাবেক ১৯ জন, নৌবাহিনীর সাবেক দুজন এবং বিমানবাহিনীর সাবেক চারজন কর্মকর্তা রয়েছেন। তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো। সেনাবাহিনীর ১৯ কর্মকর্তা- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর, কমান্ডো-৪ কর্নেল (অব.) আব্দুল হক লে. কর্নেল (অব.) আইয়ুব লে. কর্নেল (অব.) হাসিনুর রহমান লে. কর্নেল (অব.) নওয়াজ লে. কর্নেল (অব.) মুস্তাফিজ লে. কর্নেল (অব.) সাঈদ আলম লে. কর্নেল (অব.) রাশেদ মেজর (অব.) আজিজ রানা মেজর (অব.) কোরবান আলী মেজর (অব.) জাকিউল মেজর (অব.) আফাজ মেজর (অব.) মোরতাজা মেজর (অব.) ছাব্বির মেজর (অব.) তানভীর মেজর (অব.) আল আমিন মেজর (অব.) মনিরুজ্জামান ক্যাপ্টেন (অব.) গনিউল আজম লে. ইমরান নৌবাহিনীর দুই কর্মকর্তা- রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমডোর (অব.) মোস্তফা সহিদ বিমানবাহিনীর চার কর্মকর্তা- এয়ার কমোডর (অব.) শফিক এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম
Link copied!