শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অনৈতিক কর্মকাণ্ড: পিবিআই’র কর্মকর্তা লাভলীকে অব্যাহতি

প্রকাশিত: ১২:৪৩ পিএম, সেপ্টেম্বর ২৭, ২০২১

অনৈতিক কর্মকাণ্ড: পিবিআই’র কর্মকর্তা লাভলীকে অব্যাহতি

ফেনীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিতর্কিত উপ-পরিদর্শক (এসআই) লাভলী ফেরদৌসীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পিবিআই ফেনী ইউনিটের পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান রোববার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) লাভলী ফেরদৌসী সম্প্রতি কক্সবাজার থেকে বদলি হয়ে ফেনী পিবিআইতে যোগদান করেছিলেন। কাজে যোগ দেওয়ার পরই তাকে সাময়িক অব্যাহতির নির্দেশনা এখানে আসে। পিবিআই ফেনী ইউনিটের পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, ‘উপ-পরিদর্শক (এসআই) লাভলী ফেরদৌসী কক্সবাজারে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে ইতোপূর্বে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। শুনেছি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’ পিবিআই সূত্র জানায়, এসআই লাভলী ফেরদৌসী ২০১৫ সালে প্রথম সংসারের ইতি টেনে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি কাইম্মারঘোনা এলাকার বেলাল আহমদের ছেলে শাহজাহানের সাথে দ্বিতীয় বিয়ে বন্ধনে জড়ান। দ্বিতীয় বিয়ের পর প্রথম সংসারে দুই সন্তান ও পরের সংসারে এক সন্তানের সম্পূর্ণ দায়িত্ব লাভলীকে পালন করতে হয়। একই সাথে দ্বিতীয় স্বামী বেকার হওয়ায় তাঁর হাত খরচও জোগান দিতে হতো লাভলীকে। এতে করে সরকারি বেতনে সংসারের ব্যয় সামলাতে না পেরে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন এসআই লাভলী।
Link copied!